ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো রাশিয়া
Published : Monday, 25 April, 2022 at 4:16 PM
যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো রাশিয়ারাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনে কয়েক ধাপে সামরিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই আরও অস্ত্র পাঠানোর ঘোষণায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। এখবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ওয়াশিংটনে মস্কোর রাষ্ট্রদূত আনাতোলি আন্তোভ রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন রসিয়া ২৪-এ সাক্ষাৎকারে বলেন, অস্ত্র না পাঠানোর ওপর জোর দিয়েছিল রাশিয়া। এমনকি এই ধরনের চর্চা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছিলাম আমরা।

নতুন করে অস্ত্র পাঠানোর ঘোষাণায় উদ্বেগ জানিয়ে ওয়াশিংটনে বার্তা পাঠানো হয়েছে বলে জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে।

উল্লেখ্য, রবিবার কিয়েভ সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন। ইউক্রেনে রুশ অভিযান নিয়ে বিস্তারিত আলোচনায় হয় প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে। তারা জেলেনস্কি ও তার উপদেষ্টাদের বলেন, ইউক্রেনকে আরও ৩০ কোটির বেশি মার্কিন ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এর আগে ইউক্রেনকে ১০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দেয় বাইডেন প্রশাসন।