গত ২৪ ঘণ্টায় তার আগের ২৪ ঘণ্টার তুলনায় নতুন শনাক্ত খানিকটা বেড়েছে। বেড়েছে শনাক্তের হারও । তবে আগের দিনের মতো মৃত্যুহীন রয়েছে দেশ। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (২৪ এপ্রিল সকাল ৮টা থেকে ২৫ এপ্রিল সকাল ৮টা) পর্যন্ত করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৭ জন। আগেরদিন ( ২৪ এপ্রিল) ২৪ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল।
এদিকে, স্বাস্থ্য অধিদফতর সপ্তাহভিত্তিক পর্যালোচনায় জানাচ্ছে, গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় নমুনা পরীক্ষা যেমন কমেছে তেমনি কমেছে নতুন শনাক্তের হারও। তবে বেড়েছে সুস্থতা ও মৃত্যুর হার।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে ( ১৮ এপ্রিল থেকে ২৪ এপ্রিল) পর্যন্ত করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৩০ জন। তার আগের সপ্তাহে (১১ এপ্রিল থেকে ১৭ এপ্রিল) শনাক্ত হয়েছিলেন ২৬১ জন। অর্থাৎ, আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে শনাক্ত কমেছে ১১ দশমিক নয় শতাংশ। আবার গত সপ্তাহে করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। তার আগের সপ্তাহে মারা গিয়েছিলেন একজন। সে হিসেবে মৃত্যু বেড়েছে ২০০ শতাংশ।
তবে গত সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩৬ হাজার ৪৯৬টি আর তার আগের সপ্তাহে পরীক্ষা হয়েছিল ৩৭ হাজার ২৬৯টি। অর্থাৎ, নমুনা পরীক্ষার সংখ্যা কমেছে দুই দশমিক এক শতাংশ।
অধিদফতরের তথ্যমতে, গত সপ্তাহে করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন দুই হাজার ৬১৮ জন, তার আগের সপ্তাহে সুস্থ হয়েছিলেন দুই হাজার ২০২ জন। অর্থাৎ করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হওয়া রোগীর হার বেড়েছে ১৮ দশমিক নয় শতাংশ।