জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে কুমিল্লায় বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা
Published : Tuesday, 26 April, 2022 at 12:00 AM
"সঠিক
পুষ্টিতে সুস্থ জীবন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা সিভিল সার্জন
কার্যালয় কর্তৃক জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২(২৩-২৯ এপ্রিল) উপলক্ষ্যে
কুমিল্লা জিলা স্কুল প্রাঙ্গণে বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা আয়োজন করা
হয়। বিতর্ক প্রতিযোগিতায় কুমিল্লা জিলা স্কুল,নবাব ফয়জুন্নেসা স্কুল,আওয়ার
লেডি অফ ফাতেমা গার্লস হাই স্কুল ও কুমিল্লা মডার্ন স্কুলের ছাত্র ছাত্রীরা
অংশগ্রহণ করে।
বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কুমিল্লা জেলার সম্মানিত সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন এবং সভাপতিত্ব
করেন কুমিল্লা জিলা স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক রাশেদা আক্তার।
পরবর্তীতে
আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার
সম্মানিত ডিস্ট্রিক্ট কমিশনার জনাব মোঃ কামরুল হাসান । উক্ত সভায় আরও
উপস্থিত ছিলেন সম্মানিত ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিসর্গ মেরাজ চৌধুরী
,পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো: আবুল কালাম, এবং কুমিল্লা সদর
হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ শিমুল মজুমদার ।উনারা নিজেদের মূল্যবান
বক্তব্য প্রদান করেন। সভাশেষে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে
ক্রেস্ট, সার্টিফিকেট এবং বই বিতরণ করা হয়।