ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইপিজেডের বিষাক্ত রাসায়নিক বর্জ্য থেকে
দক্ষিণ কুমিল্লার ৫০ গ্রামেরমানুষকে বাঁচানোর দাবি
Published : Tuesday, 26 April, 2022 at 12:00 AM, Update: 26.04.2022 12:35:23 AM
 দক্ষিণ কুমিল্লার ৫০ গ্রামেরমানুষকে বাঁচানোর দাবিনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা ইপিজেডের বিষাক্ত রাসায়নিক বর্জ্য থেকে কুমিল্লা দক্ষিণের প্রায় ৫০টি গ্রামের মানুষ, মানুষের জীবন জীবিকা ও নজিরবিহীন পরিবেশ বিপর্যয় থেকে রক্ষার দাবি জানিয়েছেন কুমিল্লা জেলা কৃষক সমবায়ী ঐক্য পরিষদের নেতৃতৃবৃন্দ। এই দাবিতে গত ৭/৮ মাস যাবত আন্দোলন/ কর্মসূচি পালন করে আসছেন তারা। এরই প্রেক্ষিতে গতকাল সোমবার কুমিল্লা ইউপিজেডের নির্বাহী পরিচালক মোঃ জিল্লুর রহমানের সাথে এক সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা ইউপিজেডের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এ সভায় কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক শওকত আরা কলি, কুমিল্লা জেলা কৃষক সমবায়ী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা সাবেক এমপি মনিরুল হক চৌধুরী, সংগঠনের সভাপতি এডভোকেট আক্তার হোসেন, স্থানীয় কাউন্সিলর কাজী মাহাবুব, কুমিল্লার বিশিষ্ট নাগরিক এডভোকেট শহিদুল হক স্বপনসহ ক্ষতিগ্রস্ত ৫০টি গ্রামের অর্ধশতাধিক কৃষক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
কুমিল্লা জেলা কৃষক সমবায়ী ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট আক্তার হোসেন বলেন, কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্যরে ক্ষতি থেকে পরিত্রাণ পেতে দক্ষিণ কুমিল্লার ৫০টি গ্রামের মানুষদের পক্ষে আমরা আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছি। এরই প্রেক্ষিতে গতকাল কুমিল্লা ইপিজেডের নির্বাহী পরিচালকের সাথে আমাদের বৈঠক হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন, ইতোমধ্যে বর্জ্য পরিশোধন কাজ শুরু হয়েছে। ঈদের পরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
এসময় মনিরুল হক চৌধুরী বলেন, মানুষের জীবন মাল রক্ষার্থে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না। প্রয়োজনে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।