Published : Tuesday, 26 April, 2022 at 12:00 AM, Update: 26.04.2022 12:35:34 AM
নিজস্ব
প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে সংস্কার
কাজের কারণে অস্থায়ী যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া ঈদের আগেই মহাসড়কের
অতিরিক্ত গাড়ির চাপ বেড়ে যাওয়ায় যানবাহন চলাচল করছে ধীরতে গতিতে। সোমবার
(২৫ এপ্রিল) দুপুরের দিকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির অংশে প্রায় ১০
কিলোমিটার জুড়ে কিছুক্ষণ পর পর অস্থায়ী যানজট লেগেছিলো। পরে সংস্কার কাজ
বন্ধ করে দেওয়ায় যানজট কেটে গেলেও যানবাহন চলছে ধীর গতিতে।
মহাসড়কে
অতিরিক্ত গাড়ির চাপ ও ধীরগতির বিষয়টি নিশ্চিত করে সোমবার রাতে দাউদকান্দি
হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক জানান, সংস্কার কাজের কারণে দুপুরের
দিকে কিছুটা জ্যাম ছিলো। কাজ বন্ধ করে দেওয়ায় তা কমে গেছে। এখন জ্যাম নেই;
তবে গাড়ির চাপ আছে।
জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংস্কারকাজের
কারণে সকাল থেকে কুমিল্লা-ঢাকামুখী লেন প্রায় দেড় কিলোমিটার বন্ধ ছিল। যে
কারণে দুই পাশের বাহনই একপাশ দিয়ে পালাক্রমে যেতে হয়েছে। এতে করে দুই পাশেই
যানজটের সৃষ্টি হয়। সোমবার (২৫ এপ্রিল) সকাল ৯ টা থেকে মেঘনা-গোমতী সেতু
থেকে গৌরীপুর বাসস্ট্যান্ড পর্যন্ত যানবাহনের চাপ ছিল। পরে দুপুর থেকে
তীব্র জট লেগে যায়। বিকেলের দিকে আবার যানজট কমে গেলেও বিভিন্ন স্থানে
অস্থায়ী যানজট লেগেছে। এছাড়াও টোলপ্লাজার টোল গ্রহণে ধীরগতি এবং বাজার
গুলোতে অবৈধ পার্কিংয়ের কারণে এমন যানজট সৃষ্টি হয়।
দুপুর ১২টায়
কুমিল্লায় থেকে তিশা বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন জেলার বুড়িচং
উপজেলার আলমগীর হোসেন। সন্ধ্যায় তিনি বলেন, সারাদিন গাড়িতে বসে থেকে গরমে
সিদ্ধ হয়েছি। দাউদকান্দিতে ইফতার করেছি। এখনো ঢাকায় পৌঁছুতে পারিনি। গাড়ির
প্রচুর চাপের কারণে আর টোল নেওয়াতে ধীর গতির কারণে ক্ষণে ক্ষণে জ্যাম
লাগছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে সড়ক ও জনপদ অধিদপ্তর কুমিল্লার
নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, মহাসড়কে সংস্কার কাজের কারণে দুপুরে
সামান্য যানজট ছিল। খবর পেয়ে আমরা তাৎক্ষণি কাজ বন্ধ করে দিয়েছি। এরপর
যানজট তেমন ছিল না।