ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কলকাতা চলচ্চিত্র উৎসব মাতালো বাংলাদেশের ‘আজব কারখানা’
Published : Thursday, 28 April, 2022 at 2:37 PM
কলকাতা চলচ্চিত্র উৎসব মাতালো বাংলাদেশের ‘আজব কারখানা’কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে ২৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে পূর্ণ প্রেক্ষাগৃহে দর্শক প্রশংসা পেয়েছে বাংলাদেশের একমাত্র ছবি ‘আজব কারখানা’। মঙ্গলবার সন্ধ্যায় নন্দনের দুই প্রেক্ষাগৃহে সিনেমাটির তৃতীয় শো অনুষ্ঠিত হয়।

সেখানে উপস্থিত ছিলেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও ছবির পরিচালক বাংলাদেশের শবনম ফেরদৌসি।

শবনম ফেরদৌসির এই ছবিতে মুখ্য চরিত্রে কাজ করেছেন পরমব্রত। সিনেমায় তিনি একজন রকস্টার হিসাবে আবির্ভূত হয়েছেন। দাড়ি-গোঁফ নিয়ে ওপার বাংলার ছবিতে সম্পূর্ণ নতুন লুকে পরমব্রত চট্টোপাধ্যায়কে এদিন আবিষ্কার করেছে কলকাতার দর্শকরা।

এই ছবিতে তাকে চেনা দায়। বাংলা ছবির পর্দায় তাকে হরেক চরিত্রে দেখতে অভ্যস্ত টলিউড। তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কখনও ‘জুলফিকার’-এর টনি, কখনও ‘হেমলক সোসাইটি’র আনন্দ কর। তবে এবার যে লুকে দেখা গেছে পরমকে তা দেখে বাংলা দর্শকদের চোখ ছানাবড়া। অনেকেই চিনতেও পারেননি পরমব্রতকে।

ছবিতে লোকগান নিয়ে ঘাঁটাঘাঁটি করে ছন্দে তালে তাকে অন্য মাত্রায় নিয়ে যাওয়াই কাজ পরমব্রত ওরফে রকস্টার রাজীবের। রকস্টার হলেও এই ছবি কেবল রক সংগীতেই ভরপুর নয়। তার সঙ্গে রয়েছে লোকসংগীতের অপূর্ব মিশেল। বাউল গানের সংস্পর্শে এসেই বদলে যেতে থাকে রকস্টার রাজীব হাসানের জীবন। সেই বদলে যাওয়া জীবনের ধারায় পা মিলিয়ে এগিয়ে চলে গল্প।

২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) ‘এশিয়ান সিলেক্ট: নেটপ্যাক অ্যাওয়ার্ড’ বিভাগে ছবিটি প্রদর্শিত হলো। ছবিটি দেখতে কলকাতা ছবিপ্রেমীরা এতটাই মুখিয়ে ছিলেন যে এদিন প্রথম দিনের শোতেই তার প্রমাণ পাওয়া গেছে।

হলের মেঝেতে বসে কলকাতার সিনেমাপ্রেমীরা বাংলাদেশি সিনেমায় মশগুল। এই প্রথমবারই পরমকে রকস্টার রূপে দেখলেন তারা।

এর আগে নাগপুর চলচ্চিত্র উৎসব, পুনে চলচ্চিত্র উৎসব এবং ত্রিচূড় চলচ্চিত্র উৎসবে এই ছবি দেখানো হয়েছে। ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানারোমা বিভাগে সম্মানজনক ফিপেরেস্কি অ্যাওয়ার্ড জিতে নিয়েছিল চলচ্চিত্রটি। এবার পালা ছিল কেআইএফএফ-এ বাজিমাত করার।

পরিচালক শবনম জানিয়েছেন তার এই ছবিতে অভিনয়ের জন্য পরমব্রত ছাড়া আর কাউকে তিনি ভাবতে পারেননি। কারণ প্রধান চরিত্রের জন্য এমন একজনকে দরকার ছিল যে শুধু অভিনয় জানবেন তা নয়, মিউজিকের সঙ্গেও তার যোগ থাকতে হবে।

এই ছবিতে বাংলাদেশের প্রবাদপ্রতিম কবি হেলাল হাফিজের চারটি কবিতায় সুর দেওয়া হয়েছে। নতুন আঙ্গিকে সাজানো হয়েছে গানগুলোকে। শবনম ফেরদৌসির পরিচালিত পূর্ণ দৈর্ঘ্যের ছবি এই প্রথম। এর আগে ছোট তথ্যচিত্র বানিয়েই সাড়া ফেলেছেন তিনি। পেয়েছেন জাতীয় পুরস্কারও।

জানা গেল, আজ ২৮ এপ্রিল সকাল ১১টায় নজরুল তীর্থে ছবিটির দ্বিতীয় প্রদর্শনী হবে।

সাতদিনব্যাপী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেশ-বিদেশের নানা ব্যক্তিরা অংশগ্রহণ করেছেন। এ বছর চলচ্চিত্র উৎসবে থিম কান্ট্রি ফিনল্যান্ড। মোট ৭১টি দেশের ১৬৩টি ছবি প্রদর্শিত হবে। এর মধ্যে ১০৪টি ফিচার ফিল্ম এবং ৫৯ টি শর্ট ফিল্ম ও ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শিত হবে।

কলকাতার মোট ১০টি সরকারি প্রেক্ষাগৃহে এই ছবিগুলো দেখানো হবে। এই ছবিগুলোর মধ্যে রাজবংশী এবং টুলু ভাষা ছবি রয়েছে ২৭টি।