ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নাঙ্গলকোটে নিবন্ধিত জেলেদের মাঝে ১৬০টি ভেড়া বিতরণ
বারী উদ্দিন আহমেদ বাবর
Published : Thursday, 28 April, 2022 at 2:59 PM
নাঙ্গলকোটে নিবন্ধিত জেলেদের মাঝে ১৬০টি ভেড়া বিতরণপ্রতি বছরের একটা সময় জেলেরা কর্মহীন অবস্থায় থাকতে হয়। ফলে পরিবার-পরিজন নিয়ে কষ্টের মধ্যে সময় পার করেন অধিকাংশ জেলে। কর্মহীন এসব জেলেদের বিকল্প কর্মসংস্থানের উৎস হিসেবে বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে নিবন্ধিত জেলেদের বিকল্প আয়বর্ধক হিসেবে ভেড়া পালনের জন্য ৮০টি পরিবারের মাঝে ১৬০টি ভেড়া বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা হেলিপেড মাঠে ২০টি জেলে পরিবারের মাঝে ৪০টি ভেড়া ও সম্প্রতি ৬০টি পরিবারের মাঝে আরো ১২০টি ভেড়া বিতরণ করা হয়। উপজেলা নির্বাহি অফিসার লামইয়া সাইফুলের  সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার শাহাদাত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা গোলাম মোস্তফা, মৎস সম্প্রসারণ কর্মকর্তা প্রিতম চৌধুরী, অফিস সহকারী নুরুল আমিন প্রমুখ।