রাশিয়া সফরের পর আজ ইউক্রেনে গেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের কিছু স্থান পরিদর্শন করেছেন তিনি।
কিয়েভের উত্তরাঞ্চলীয় বোরোদিয়াঙ্কায় গোলা ও বিমান হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন গুতেরেস।
এ সময় গুতেরেস বলেন, ‘আমি যখন বিধ্বস্ত ভবন দেখছি, সেই বিধ্বস্ত বাড়িতে আমি আমার পরিবারকে কল্পনা করলাম, সব অন্ধকার। আমি দেখছি, আমার নাতি-নাতনিরা আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে।’
এ সময় তিনি আরও বলেন, ‘২১ শতকে এসেও এমন যুদ্ধ অযৌক্তিক। যুদ্ধ খারাপ (শয়তান), যখন আপনি এ অবস্থা দেখবেন; আমাদের হৃদয় তাদের সঙ্গে আছে। তাদের পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা।’
সূত্র: বিবিসি