ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জাতীয় চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন সিলেট
Published : Thursday, 28 April, 2022 at 12:00 AM
সব জেলা নিয়ে মাঠে গড়িয়েছিল ৪০তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। সব জেলার লড়াই শেষে আজ (বুধবার) হয়েছে চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এবারের ফাইনালে রাজশাহী জেলাকে ২ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট জেলা।
কক্সবাজার একাডেমি মাঠে আগে ব্যাট করে রাজশাহী ৯ উইকেট হারিয়ে ২৭০  রান সংগ্রহ করে। সর্বোচ্চ ৮৯ রানের ইনিংস খেলেন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার অভিষেক মিত্র। ১০৭ বলে ৪ চার ও ২ ছক্কায় নিজের ইনিংসটি সাজান এই ব্যাটার।
সিলেটের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নেন সাদিকুর রহমান। এছাড়া আবিদুল হক পেয়েছেন ২ উইকেট।
২৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯৫ রানে ৬ উইকেট হারায় সিলেট। বিপর্যয়ের মুখে সপ্তম উইকেটে দারুণ জুটি গড়েন আবু বক্কর ও সাদিকুর রহমান। তাদের ৯৮ রানের জুটিতে জয়ের পথ তৈরি হয়। সাদিকুর ৩৭ রানে আউট হলেও আবু বক্কর সেঞ্চুরির পথে হাঁটছিলেন। তবে দলের জয় নিশ্চিত হয়ে যাওয়ায় ৯৭ রানে অপরাজিত থেকে সন্তুষ্ট থাকতে হয় আবু বক্করকে। ৭৯ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন ৮ চার ও ৩ ছক্কায়।
তার সঙ্গে মাহবুব হাসানের অপরাজিত ৩৯ রানে ভর করে ৭ বল আগে ৮ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে সিলেট। রাজশাহীর বাকের হোসেন সর্বোচ্চ ২ উইকেট নেন।