শ্রীলঙ্কা
সিরিজের দল থেকে বাদ পড়ার পর গণমাধ্যমে নিজের ক্ষোভ ঝেরেছেন পেসার আবু
জায়েদ রাহী। রাইজিংবিডিসহ বিভিন্ন গণমাধ্যমে একাধিক সাক্ষাৎকারে নির্বাচক
প্যানেলের দল গোছানো নিয়ে প্রতিক্রিয়া জানান ডানহাতি পেসার।
এসব কানে
আসার পর রাহীকে শুনানিতে ডাকতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বিসিবির নির্বাচক
প্যানেলকে এ দায়িত্ব দিয়েছেন। প্যানেলটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু
বলেছেন, ‘গণমাধ্যমে দেওয়া রাহীর বক্তব্যগুলো আমাদের নজরে এসেছে। আমরা
সেগুলো নিয়ে আলোচনা করেছি। ঈদের পর তাকে শুনানিতে ডাকা হবে। কেন এরকম
বক্তব্য দিয়েছে জানতে চাওয়া হবে।’
রাহী বলেছিলেন, ‘এই বাদ পড়া
নিশ্চয়ই আমার হাতে ছিল না! আমি হঠাৎ করে দল দেখে নিজেই অবাক হয়েছি।
ঘুণাক্ষরে ভাবিনি বাদ পড়ব। আমার কাছে মনে হয় না কোচ এই জায়গায় কোনো প্রভাব
রেখেছেন। কারণ কোচ নিজেই চেয়েছেন ম্যাচ খেলানোর জন্য।’
আরেক প্রশ্নের জবাবে রাহী বলেন, ‘আমাদের দেশের অবস্থা এরকম। কে কোন সময় কোন জায়গা থেকে হুট করে বাদ পড়বে গ্যারান্টি নেই।’
রাহীর
এমন বক্তব্যকে অপ্রত্যাশিত ও হতাশাজনক বলছেন মিনহাজুল আবেদীন, ‘বাদ পড়ার
পর এভাবে তার বক্তব্য দেওয়া খুবই হতাশাজনক। শুনানিতে ডাকার পর তার কথা শুনে
ব্যবস্থা গ্রহণ করা হবে।’
টানা দুই সিরিজ দলের সঙ্গে থেকেও ম্যাচ খেলার
সুযোগ পাননি রাহী। তাতে খেলার ভেতরে না থাকায় তাকে নেওয়া হয়নি শ্রীলঙ্কা
সিরিজে। বাদ দেওয়ার কারণ হিসেবে ঘরের মাঠের কন্ডিশন ও গতির কথাও বলেছেন
নির্বাচকরা।
রাহীর পরিবর্তে দলে নেওয়া হয়েছে রেজাউর রহমান রাজাকে। চরম
ভাগ্যবান এ পেসারও দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন। কিন্তু টেস্ট সিরিজ শুরুর
আগে দেশে ফিরে আসেন। দ্রুত গতিতে বল করতে পারেন বলে তাকে নেওয়া হয়েছে। দেখা
যাক নির্বাচকদের আস্থার কতটা প্রতিদান দিতে পারেন রাজা।