Published : Thursday, 28 April, 2022 at 12:00 AM, Update: 28.04.2022 6:58:36 PM
আলমগীর হোসেন, দাউদকান্দি।।
বুধবার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি ও চান্দিনা এলাকায় পৃথক পৃথক স্থানে
দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বুধবার
ভোরে মহাসড়কের দাউদকান্দি ইলিয়টগঞ্জ এলাকায় একটি দুর্ঘটনা ঘটে এবং দুপুরে
চান্দিনা এলাকায় একটি লং লরি সড়কের মাঝামাঝি অংশে পড়ে যায়। এতে করে যানজটের
সৃষ্টি হয়। এছাড়াও গত কয়েকদিন মহাসড়কের দাউদকান্দি অংশে সংস্কার কাজ করায় ও
যানবাহনের চাপ থাকায় যানজট দীর্ঘ হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল হক জানান, দূর্ঘটনার কারনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যান চলাচল স্বাভাবিক করতে
পুলিশ
তৎপরতা অব্যবহত রয়েছে। এছাড়াও ঈদকে সামনে রেখে যাত্রীরা যেনো তাদের
গন্তব্য স্থানে নির্বিঘ্নে যেতে পারে সে লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া
হয়েছে।