ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় জাতীয় কবির জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠান উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা
Published : Thursday, 28 April, 2022 at 12:00 AM, Update: 28.04.2022 6:58:42 PM
কুমিল্লায় জাতীয় কবির জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠান উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভাস্টাফ রিপোর্টার।। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠান কুমিল্লায় উপদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল বুধবার কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
প্রস্তুতিসভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ জাতীয় এ অনুষ্ঠান সফল করতে নানা প্রস্তাবনা তুলে ধরেন। সভায় সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত কর্মসূচি তুলে ধরে তা বাস্তবায়নের পাশাপাশি স্থানীয়ভাবে নানা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় স্থানীয়ভাবে নজরুলের উপর একটি ছোট পুস্তিকা প্রকাশের পাশাপাশি স্থানীয় দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশের সিদ্ধান্ত হয়।
এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য কুমিল্লায় নজরুলের স্মৃতিচিহ্নগুলো সংস্কারের জন্য কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়।
সেই সাথে কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠানকে সামনে রেখে কুমিল্লাকে নজরুলময় করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
প্রস্তুতি সভায় এ সময় কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহাদাত হোসাইন, বিশিষ্ট লেখক গবেষক ও সাহিত্যিক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল হক দুলাল, এডভোকেট গোলাম ফারুক, বিশিষ্ট কবি ও নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, নারী নেত্রী পাপড়ী বোস, সাংবাদিক আবুল হাসানাত বাবুল, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ, সাবেক কালচারাল অফিসার বশিরুল আনোয়ারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠান নির্বিঘ্নে ও সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সফল করার লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন বলে জানান।
সভায় দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয় জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হলেও তিনি প্রধান অতিথি হিসেবে তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদকে নেওয়া সিদ্ধান্ত প্রদান করেছেন বলে জানতে পেরেছি।