Published : Friday, 29 April, 2022 at 12:00 AM, Update: 29.04.2022 1:21:28 AM
এবিএম আতিকুর রহমান বাশার
কুমিল্লার
দেবীদ্বারে যৌতুকের দাবী পূরণ না করায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টার
অভিযোগ উঠেছে এক লম্পট স্বামীর বিরুদ্ধে। ওই ঘটনায় অভিযুক্ত স্বামী আসাদ
সরকারকে বুধবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে আটক করেছে পুলিশ। আহত সাদিয়া
আক্তার বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক
সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে রয়েছেন।
গত শনিবার (২৩ এপ্রিল) সকাল
৮টার দিকে দেবীদ্বার উপজেলা সদরের বানিয়াপাড়ার ভাড়া বাসায় সাদিয়ার
আক্তারের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় তার স্বামী আসাদ সরকার।
অভিযুক্ত আসাদ উপজেলার গুনাইঘর গ্রামের নুরুল ইসলাম (নুরু) সরকারের ছেলে।
সাদিয়া একই উপজেলার পদ্মকোট গ্রামের মোঃ ফরিদুল আলম অপু সরকারের মেয়ে।
বিষয়টি
নিশ্চিত করে দেবীদ্বার থানার ওসি মোঃ আরিফুর রহমান জানান, এ ঘটনায় সাদিয়ার
বাবা মোঃ ফরিদুল আলম অপু সরকার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার
পর বুধবার (২৭ এপ্রিল) রাতেই অভিযান চালিয়ে মোঃ আসাদ সরকারকে গ্রেফতার করা
হয়েছে।
এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে
গুরুতর আহত জীবনমৃত্যু সন্ধিক্ষনে থাকা সাদিয়া এক ভিডিও বার্তায় বলেন,
‘আমার স্বামী আমাকে এর আগেও কয়েকবার বলেছেন যে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে
হত্যা করবে। গত ৫ মাস ধরে যৌতুকের জন্য আমাকে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক
নির্যাতন করে আসছে। আমার স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই শুধু বলতো, বাপের বাড়ি
থেকে টাকা নিয়ে আয়। টাকা না দেওয়ায় আমার শরীরে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে
দেয় আমার স্বামী। আমি আগুন নেভানোর চেষ্টা করলেও আমাকে বাঁধা দেওয়া হয়।’
সাদিয়ার
চাচা মোঃ আলমগীর হোসেন আলম বলেন, প্রায় আড়াই বছর পূর্বে সাদিয়ার বিয়ে
হয়েছিল। গত ৩মাস পূর্বে একটি কণ্যা সন্তান জন্ম দিলেও জন্মের কয়েক ঘন্টার
মধ্যেই তার মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে মনমালিন্য
চলে আসছিল।
সাদিয়ার স্বামী দেবীদ্বার সদর বানিয়াপাড়া মাটিয়া মসজিদ
সংলগ্ন এলাকায় ওয়ার্কশপের ব্যবসা করে। ব্যবসার সুবাদে ওই এলাকায় ভাড়া বাসায়
থাকা অবস্থাই সাদিয়াকে আগুনে পুড়ে হত্যার চেষ্টা করেছিল।
আহত সাদিয়া
অচেতন থাকায় বিষয়টি ওরা প্রায় ৫দিন গোপন রাখার পর জ্ঞান ফিরে আসার পর
সাদিয়া তার ভিডিও বার্তায় যৌতুকের টাকা না এনে দেয়ায় কেরসিনে পুড়িয়ে তাকে
কিভাবে হত্যার চেষ্টা করেছিল তার সত্যতা প্রকাশ পায়।
আহত সাদিয়ার মা
সামসুন্নাহার জানান, ‘স্বামীর শত আঘাত সহ্য করেও সে নির্যাতনের কথা প্রকাশ
করতো না। আমার মেয়ে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। প্রশাসনের কাছে
অভিযুক্ত আসাদ সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’