Published : Friday, 29 April, 2022 at 12:00 AM, Update: 29.04.2022 1:21:52 AM
নিজস্ব
প্রতিবেদক: বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনা সরকার দিচ্ছে এই
নিশ্চয়তা- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় জাতীয় আইনগত সহায়তা দিবস
পালিত হয়েছে। কুমিল্লা জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা লিগ্যাল এইড কমিটির
আয়োজনে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও
দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ আতাবুল্লাহ। বিশেষ
অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ
কামরুল হাসান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ বিচারক মোঃ রফিকুল
ইসলাম, পুলিশ সুপার ফারুক আহমেদ, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সোহেল রানা,
সরকারি কৌশুলী তপন বিহারী নাগ, ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী,
পাবলিক প্রসিকিউটর এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা জেলা আইনজীবী
সমিতির সভাপতি মোঃ আহসান উল্লাহ খন্দকার, সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের,
লাকসাম উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ ইউনুস ভুইয়া এবং লিগ্যাল এইডের সেবা
গ্রহিতা মোসাঃ আয়েশা বেগম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল
এইড অফিসার সহকারী জজ এফ এম শেফায়েত সালাম।
প্রধান অতিথির
বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান
মোঃ আতাবুল্লাহ বলেন, সরকারি খরচে আইনি সেবা প্রাপ্তির জায়গাটি ইতিমধ্যে
সমাজের সুবিধা বঞ্চিত অস্বচ্ছল দরিদ্র বিচারপ্রার্থী মানুষের মধ্যে ব্যাপক
সাড়া ফেলেছে। সারা দেশে লিগ্যাল এইড অফিসসমূহের মাধ্যমে এ সেবা পরিচালিত
হয়ে আসছে। গরিব বিচারপ্রার্থী যারা এই সেবা গ্রহন করেছেন এটা তাদের জন্য
সরকারের করুনা নয়, এটা তাদের অধিকার। আর এই অধিকার প্রতিষ্ঠার জন্য আইনজীবী
সমাজের সকল পর্যায়ের দায়িত্বশীল ব্যাক্তিকে লিগ্যাল এইড কার্যক্রমের
বার্তা তৃণমূলে পৌঁছে দিকে হবে।