ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
২ বছর পর চীনে ফেরার সুযোগ পাচ্ছেন ভারতীয় শিক্ষার্থীরা
Published : Friday, 29 April, 2022 at 6:47 PM
২ বছর পর চীনে ফেরার সুযোগ পাচ্ছেন ভারতীয় শিক্ষার্থীরাপ্রায় দুই বছর ভারতে আটকে পড়া শিক্ষার্থীরা চীনে ফেরার সুযোগ পেতে যাচ্ছে। শুক্রবার ভারতীয় এসব শিক্ষার্থীদের ফেরা অনুমোদনের পরিকল্পনা ঘোষণা করেছে চীন। করোনাভাইরাস মহামারির কারণে বেইজিংয়ের আরোপ করা ভিসা ও ফ্লাইট নিষেধাজ্ঞার কারণে এসব শিক্ষার্থী নিজ দেশে আটকে পড়ে।

বেইজিংয়ে এক ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, পড়াশোনার জন্য চীনে ফিরতে চাওয়া ভারতীয় শিক্ষার্থীদের উদ্বেগ খুবই গুরুত্ব দিয়ে দেখছে চীন। তিনি জানান, চীনে ফেরার প্রক্রিয়ার নিয়ে ভারতীয় পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। আর অন্য দেশের শিক্ষার্থীদের চীনে ফেরার অভিজ্ঞতাও ভারতীয় পক্ষকে জানানো হয়েছে।

ঝাও লিজিয়ান বলেন, প্রকৃত অর্থে ভারতীয় শিক্ষার্থীদের ফেরার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। বাকি যা আছে তা হচ্ছে ভারতীয় পক্ষকে শিক্ষার্থীদের তালিকা দিতে হবে। যাদের সত্যিকার অর্থেই চীনে ফেরার প্রয়োজন রয়েছে এই তালিকায় কেবল তারাই থাকতে পারবে।

আগের খবর অনুযায়ী ২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর ভারতে ফিরে আটকে পড়ে প্রায় ২৩ হাজার ভারতীয় শিক্ষার্থী। এসব শিক্ষার্থীদের অধিকাংশই চীনের কলেজগুলোতে চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করে থাকে। সংক্রমণ এড়াতে বেইজিং কর্তৃপক্ষের কঠোর বিধিনিষেধের কারণে এসব শিক্ষার্থীরা চীনে ফেরার সুযোগ পাচ্ছিলেন না।

তারপর থেকেই ক্লাসে যোগ দিতে চীনে ফিরতে মরিয়া হয়ে ওঠেন ভারতীয় শিক্ষার্থীরা। তবে বেইজিং ভারতীয়দের জন্য ভিসা ও ফ্লাইট বাতিল করলে শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে আটকে পড়েন। ভিসা ও ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় চীনে কর্মরত শত শত ভারতীয় পরিবারও আটকে পড়েন।

চীনা মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ‘আমরা বুঝতে পারছি চীনে ভারতের বিপুল সংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করে। নাম সংগ্রহ করতে ভারতের কিছুটা সময় লাগতে পারে’।

সূত্র: এনডিটিভি