ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জি-২০ সম্মেলনের আমন্ত্রণ গ্রহণ করেছেন পুতিন
Published : Friday, 29 April, 2022 at 6:49 PM
জি-২০ সম্মেলনের আমন্ত্রণ গ্রহণ করেছেন পুতিনচলতি বছরের শেষ দিকে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসন্ন সম্মেলনে পুতিনকে যোগ দিতে আমন্ত্রণ জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জকো উইদোদো। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক।

এ বছর জি-২০ সম্মেলনে সভাপতিত্বে থাকবেন জকো উইদোদো। পশ্চিম জাভার বোগর থেকে ইন্দোনেশিয়ার নেতা বলেন, রুশ প্রেসিডেন্ট তাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে আগামী শরৎ-এ বালিতে জি-২০ সম্মেলনে অংশ নেবেন তিনি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশের জেরে রাশিয়াকে অবশ্যই জি-২০ থেকে সরিয়ে দেওয়া উচিত বলে সম্প্রতি মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আসন্ন সম্মেলনে বাইডেন-পুতিনের মুখোমুখি বৈঠক হতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে ক্রেমলিন এবং হোয়াইট হাউজের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

এর আগে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের এমন আগ্রহের কথা জানান ইন্দোনেশিয়ায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত লুডমিলা ভোরোবিভা।