ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় বালু উত্তোলনের গর্তে পড়ে ২ ভাইয়ের মৃত্যু
Published : Saturday, 30 April, 2022 at 12:00 AM, Update: 30.04.2022 12:32:53 AM
কুমিল্লায় বালু উত্তোলনের গর্তে পড়ে ২ ভাইয়ের মৃত্যুনিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বরুড়ায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের গর্তে পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের পেরুল গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরু হচ্ছে পেরুল গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে মো. সোহান (৬) ও মো. রোহান (৪)।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে বাবার সাথে পাশের জমিতে ধান কাটতে যায় দুই ভাই। পরে রোদের তীব্রতা বাড়ায় বাচ্চাদের কষ্ট হবে ভেবে সাখাওয়াত হোসেন দুই ছেলেকে বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু দীর্ঘক্ষণ তারা বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। তাদের সন্ধানে এলাকার আশপাশে মাইকিংও করা হয়। পরে বিকাল ৪টায় স্থানীয় একজন ড্রেজার মেশিনের বালু উত্তোলনের গর্তের পানিতে তাদের ভেসে উঠতে দেখে এলাকাবাসীকে খবর দেন। পরে স্থানীয়রা দুই ভাইকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে রাতেই তাদেরকে জানাজা শেষে দাফন করা হয়েছে।
দুই ছেলেকে হারিয়ে পাগলপ্রায় সাখাওয়াত হোসেন বলেন, ‘গত দুই মাস আগে পেরুল গ্রামের দীন মোহাম্মদ ড্রেজার মেশিন দিয়ে বালু তুলে বিক্রি করেন। বালু উত্তোলনের স্থানটি লোকালয়ের মাঝেই, যার পাশে দেওয়া হয়নি কোনও নিরাপত্তা বেষ্টনী। আমরা তাকে বার বার নিরাপত্তা বেষ্টনী দিতে বলেছি। স্থানীয় জনপ্রতিনিধিকেও জানিয়েছি। শুনেছি ইউনিয়ন পরিষদ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে দীন মোহাম্মদকে। কিন্তু তারপরও তিনি কোনও ব্যবস্থা নেননি। আজ তার জন্য আমার দুই সন্তানকে হারাতে হলো।’
লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাশেম বলেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। রাত ৮টায় দুই শিশুর জানাজা শেষে দাফন করা হয়েছে। তাদের বাড়িতে গিয়েছি। দীন মোহাম্মদকে আগেই সতর্ক করেছি যেন নিরাপত্তার ব্যবস্থা করে। কিন্তু সে অবহেলা করেছে। এটা নিয়ে বসা হবে।’
বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, ‘দুই শিশুর মারা যাওয়ার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে এ বিসয়ে এখনও কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’