ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আসামি ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান শুরু
Published : Sunday, 8 May, 2022 at 12:00 AM, Update: 08.05.2022 1:30:19 AM
সিটি নির্বাচনকে সামনে রেখে কুমিল্লায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান শুরুনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনকে সামনে রেখে ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে সাঁড়াশি অভিযান চালাতে শুরু করেছে পুলিশ। অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৬ মে) দিবাগত মধ্যরাতে দেশীয় অস্ত্রসহ পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে । নগরীর ঠাকুরপাড়া নোনাবাদ কলোনি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ওই এলাকার বাসিন্দা একাধিক মামলার আসামি মো. সেলিম ও দীপ খান। এর মধ্যে দীপের বিরুদ্ধে ১৫টি এবং সেলিমের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার জানান, কোতোয়ালি মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে দু’জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দীপের বিরুদ্ধে হত্যা, অস্ত্রবাজি, মাদক, ছিনতাইসহ ১৫ টি এবং সেলিমের বিরুদ্ধে ৪ টি মামলা রয়েছে।
তিনি বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনকে সামনে সামনে রেখে যেনো অশান্ত পরিস্থিতি তৈরি না হয়- সেজন্য জেলা পুলিশ ওয়ারেন্টভুক্ত ও দাগি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করছে।