নিজস্ব
প্রতিবেদক: বিশ্ব মা দিবসে ‘গরবিনী মা- ২০২২’ বিশেষ সম্মাননা পাচ্ছেন
কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের মাতা সাজেদা খাতুন। ঢাকার
ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল (সাবেক-আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) এর ৯ম
এই আয়োজনের সম্মাননা দেয়া হবে আজ। রাজধানীর জাতীয় প্রেসক্লাব- সিরডাপ
মিলনায়তনে গরবিনী মায়েদের হাতে সম্মাননা তুলে দিবেন তথ্য ও সম্প্রচার
মন্ত্রী ড. হাছান মাহমুদ। যে ১০টি ক্যাটাগরিতে এই সম্মাননা দেয়া হচ্ছে তার
মধ্যে কুমিল্লার জেলা প্রশাসকের মাতা সাজেদা খাতুন সম্মাননা পাচ্ছেন
প্রশাসন ক্যাটাগরিতে। সাজেদা খাতুনের ৯ সন্তানের সবাই উচ্চ শিক্ষা গ্রহণ
করে সরকারী ও বেসরকারিভাবে স্ব স্ব অবস্থা প্রতিষ্ঠিত হওয়ায় তাঁকে
সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে।
২০১২ সালে আজাদ প্রোডাক্টসের আয়োজনে
রত্নগর্ভা সম্মাননায়ও ভূষিত হন তিনি। ২০২০ সালে ময়মনসিংহ থেকে বেগম রোকেয়া
বিশেষ সম্মাননা পদক পান এবং ২০১৯ সালে জয়িতা পুরষ্কারে ভূষিত হন। এছাড়া
ময়মনসিংহ সদরে তাঁর নামে রয়েছে সাজেদা-কাশেম গণগ্রন্থাগার, এই লাইব্রেরি
থেকে সাধারণ মানুষকে পড়ার জন্য বই বিতরণ করা হয়। এই গ্রন্থাগারের মুজিব
কর্নার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মুজিব কর্নার হিসেবে পরিচিতি পেয়েছে।
সাজেদা
খাতুন একজন আদর্শ গৃহিণী এবং রত্নগর্ভা মা। তিনি ময়মনসিংহ জেলার সদর
উপজেলার কুষ্টিয়া নামাপাড়া গ্রামের মোহাম্মদ কাশেম আলীর সহধর্মিণী। তাঁর
স্বামী কর্মজীবনে একজন সফল শিক্ষক এবং বাংলাদেশ রেলওয়েতে স্টেশন মাষ্টার
হিসেবে সুনামের সাথে কর্মজীবন শেষ করেছেন। সাজেদা খাতুনের ৯ সন্তানের মধ্যে
১. মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, বিএসএস (সম্মান), এমএসএস (সমাজকল্যাণ),
এমফিল, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট,
লক্ষ্মীপুর জেলায় কর্মরত আছেন ২। রেবেকা সুলতানা, বিএসএস (সম্মান),
এমএসএস (সমাজকল্যাণ) ঢাকা বিশ্ববিদ্যালয় এবং উপজেলা ফ্যাসিলিটেটর, উপজেলা
গভর্ন্যন্স প্রজেক্ট, গৌরীপুর, ময়মনসিংহ, প্রতিষ্ঠাতা: অন্যচিত্র
বাংলাদেশ ৩। ডা. মো: কামাল হোসেন, এমবিবিএস, এমএস (নিউরোসার্জারী) এবং
আবাসিক মেডিকেল অফিসার, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল ৪। মো: মোবারক
হোসেন, পরিচালক, বেসিক কিন্ডার গার্ডেন, সদর, ময়মনসিংহ ৫। তানিয়া সুলতানা
(পি.পি.এম.) বিএসসি (সম্মান), এমএসসি (ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ),
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অতিরিক্ত পুলিশ সুপার (মিশনে দক্ষিণ সুদানে
কর্মরত), বাংলাদেশ পুলিশ ৬। মুনিরা সুলতানা, বিএসএস (সম্মান), এমএসএস
(অর্থনীতি), জাতীয় বিশ্ববিদ্যালয় এবং গৃহিণী ৭। এহসানুল হাসান শরীফ, বিএসএস
(সম্মান), এমএস (অর্থনীতি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা
৮। সুমাইয়া সুলতানা, বিএসসি (সম্মান) মনোবিজ্ঞান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়,
এমএসসি (মনোবিজ্ঞান), ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রভাষক, ক্যান্টনমেন্ট বোর্ড
স্কুল এন্ড কলেজ, সাভার, ঢাকা।
কুমিল্লা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান রত্নগর্ভা মা সাজেদা খাতুনের জেষ্ঠ্য সন্তান।