ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে একটি ভবনে আগুন লেগে সাতজন নিহত হওয়ার ঘটনায় ২৭ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, শুভম দীক্ষিত ওরফে সঞ্জয় নামের ওই তরুণ প্রেমে প্রত্যাখ্যাত হয়ে পছন্দের মেয়েটির গাড়িতে আগুন ধরিয়ে দেন। গাড়িটি ওই ভবনের পার্কিংয়ে রাখা ছিল। পরে ওই গাড়ি থেকে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
পুলিশ সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে পেয়েছে, শুভম দীক্ষিত রাত ২টা ৫৫ মিনিটে ভবনে প্রবেশ করেন। তিনি মেয়েটির স্কুটিতে আগুন ধরিয়ে দেন। ফ্যাশন হাউসে কর্মজীবী ওই কিশোরী এবং তার মা আগুন লাগার পর নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হন। কিন্তু দম বন্ধ হয়ে নিহত হন ভবনে বসবাসরত ৭ জন।
খবরে বলা হয়েছে, উত্তর প্রদেশের ঝাঁসির বাসিন্দা সঞ্জয় ওই কিশোরীকে পছন্দ করতেন। তাকে কিছু টাকাও ধার দিয়েছিলেন। কিন্তু মেয়েটির অন্যত্র বিয়ে ঠিক হলে তিনি (সঞ্জয়) ঝামেলা শুরু করেন।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ভবনটিতে কোনো অগ্নি নির্বাপণব্যবস্থা ছিল না।
এ বিষয়ে পুলিশ কমিশনার মিশ্রা বলেছেন, ভবনের মালিকের বিরুদ্ধে ইন্ডিয়ান পেনাল কোডের ৩০৪ ধারার আওতায় এফআইআর হয়েছে।
সূত্র: এনডিটিভি