ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে সমাজকল্যাণমন্ত্রীকে
Published : Sunday, 8 May, 2022 at 2:44 PM
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে সমাজকল্যাণমন্ত্রীকেসমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে। রবিবার (৮ মে) দুপুর দেড়টায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি রংপুর সেনানিবাস থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম জানান, ‘মন্ত্রীকে দুপুরে বিমান বাহিনীর হেলিকপ্টারে রংপুর ক্যান্টনমেন্টে নেওয়া হয়। সেখান থেকে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। মন্ত্রীকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হবে।’

এর আগে শনিবার রাতে গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে অবস্থানকালীন বুকে ব্যথা অনুভব করেন মন্ত্রী। রাত আড়াইটার দিকে তাকে অ্যাম্বুলেন্সে রমেক হাসপাতালে নেওয়া হয়।