ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মাকে ধন্যবাদ জানিয়ে আবেগঘন বার্তা শাকিব খানের
Published : Sunday, 8 May, 2022 at 8:58 PM
মাকে ধন্যবাদ জানিয়ে আবেগঘন বার্তা শাকিব খানেরবার্ট্রান্ড রাসেল তার ‘ম্যারিজ অ্যান্ড মোরালস’ বইয়ে বলেছেন, মাতৃত্ব সহজাত প্রবৃত্তি, পিতৃত্ব সহজাত নয়। সেজন্য প্রকৃতির কিছু ব্যতিক্রম বাদে সর্বত্র দেখা যায় সন্তানের জন্য মায়েরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে দ্বিধাবোধ করেন না।

বিশ্ব মা দিবস আজ। দিবসটি উপলক্ষে যে যার মনের আবেগ মিশিয়ে মাকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাচ্ছেন।  অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের ছবি পোস্ট করে আবেগীবার্তা দিচ্ছেন।

মাহারা সন্তানরাও মায়ের স্মৃতি রোমন্থন করছেন, মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।

ব্যতিক্রম নন; ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানও।  মা দিবসে নিজের ফেসবুক পেজে আবেগঘন বার্তা লিখেছেন তিনি।

আমেরিকায় নাগরিকত্বের দাফতরিক প্রয়োজনে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব। সেখানে বসেই মা দিবসে স্মরণ করলেন প্রিয় মাকে। 

মায়ের সঙ্গে ছবি দিয়ে শাকিব খান লেখেন, ‘আম্মা, সবকিছুর জন্য আমার পক্ষ থেকে আমৃত্যু তোমাকে ধন্যবাদ। তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। সকল মায়ের জন্য মা দিবসের শুভেচ্ছা।’

ঈদুল ফিতরে দুটি সিনেমা মুক্তি পেয়েছে শাকিব খানের। একটি ‘বিদ্রোহী’, অন্যটি ‘গলুই’।  হলগুলোতে বেশ ভালো দর্শক পাচ্ছে  ‘গলুই’।