ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘মা তোমায় খুব মনে পড়ছে আজ’ মা দিবসে অক্ষয়ের আবেগঘন পোস্ট
Published : Monday, 9 May, 2022 at 1:51 PM
‘মা তোমায় খুব মনে পড়ছে আজ’ মা দিবসে অক্ষয়ের আবেগঘন পোস্টরোববার ছিল বিশ্ব মা দিবস। দিন উপলক্ষে অনেক তারকাই মায়ের সঙ্গে নিজেদের ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মায়ের জন্য মন ছুঁয়ে যাওয়া বার্তাও লিখেছেন কেউ কেউ।

তবে কারও কারও মা দিবস কেটেছে মনখারাপের সঙ্গে। কারণ, কারও যেমন এই দিনটা মায়ের সঙ্গে কাটানোর সৌভাগ্য হয়েছে, তেমনই কেউ বা মায়ের স্মৃতি স্মরণ করে দিনটা কাটিয়েছেন। সেই তালিকায় আছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারও। গত বছর মাকে হারান তিনি। মা অরুণা ভাটিয়াকে ছাড়া এটাই অভিনেতার জীবনের প্রথম মাদার্স ডে।

রোববার অক্ষয় মায়ের সঙ্গে একটা ছবি দিয়েছিলেন। সঙ্গে লিখেছিলেন, মাকে মনে পড়েনি এমন একটা দিন তার এই ক'দিনে আসেনি। তবে মাদার্স ডে-র দিন সবাইকে মায়ের সঙ্গে ছবি দিতে দেখে যেন মা-কে আরও বেশি মিস করছেন।

গত বছর সেপ্টেম্বর মাসে প্রয়াত হন অক্ষয় কুমারের মা অরুণা। মুম্বাইয়ের হিরানন্দানি হাসপাতালের আইসিউতে ছিলেন তিনি জীবনের শেষ কয়েকদিন। মায়ের চলে যাওয়ার খবর দিয়ে অক্ষয় সেই সময় টুইটারে পোস্টও দিয়েছিলেন।

অক্ষয় কুমারের মা-বাবা থাকতেন অমৃতসরে, যেখানে জন্ম হয় অভিনেতার। এরপর তারা দিল্লি চলে আসেন। অক্ষয়ের ছোটবেলা কেটেছে চাঁদনী চকে। এরপর তাদের গোটা পরিবার চলে আসে মুম্বাইতে। সূত্র: হিন্দুস্তান টাইমস