ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শনাক্ত ৩০, টানা ১৮ দিন মৃত্যু নেই
Published : Monday, 9 May, 2022 at 6:30 PM
শনাক্ত ৩০, টানা ১৮ দিন মৃত্যু নেই গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি, আর শনাক্ত হয়েছেন ৩০ জন। এ নিয়ে টানা ১৮ দিন করোনায় কেউ মারা যায়নি। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১২৭ জন এবং শনাক্ত ১৯ লাখ ৫২ হাজার ৮২৯ জন। 

সোমবার (৯ মে ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৪০ শতাংশ বলেও জানায় অধিদফতর। 

এদিন সুস্থ হয়েছেন ২৭২ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৮ লাখ ৯৭ হাজার ৭৯৮ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৪৫৫টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৭  হাজার ৪১৩টি। এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ ২০ হাজার ২৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৪০ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৯৩ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।