ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহ;ত্যা
ইসমাইল নয়ন।।
Published : Monday, 9 May, 2022 at 7:09 PM
ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহ;ত্যা ব্রাহ্মণপাড়া উপজেলায়  সোমবার( ৯ মে)  সকালে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। থানা পুলিশ ও  এলাকাবাসী  সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের উওর তেতাভূমি আনন্দপুর গ্রামের মালেক মুহুরী বাড়ির মৃত্যু বাদশা মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন( ৩৬) সোমবার সকালে পরিবারের সকলের অজান্তে নিজ কহ্মে গামছা দিয়ে তীরের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করছে। পরে তার পরিবারের লোকজন থানা পুলিশ কে খবর দিলে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এস আই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্হল থেকে মৃত্যু জাহাঙ্গীর হোসেন এর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ ব্যপারে মৃত্যু জাহাঙ্গীর হোসেন এর ভাই আলমগীর হোসেন বাদী হয়ে  ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। জানা গেছে মৃত্যু জাহাঙ্গীর হোসেন দীর্ঘ দিন যাবত মানষিক ভারসাম্যহীন ছিলেন।