থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়ান গেমস হকির বাছাই প্রতিযোগিতায় মঙ্গলবার বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। এই ম্যাচ জিতলেই বাংলাদেশের এশিয়ান গেমসে খেলা নিশ্চিত হবে।
৯ জাতির এই টুর্নামেন্ট থেকে শীর্ষ ৬ দল এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করবে। বাংলাদেশ প্রথম ম্যাচে ৩-১ গোলে হারিয়েছে ইন্দোনেশিয়াকে। শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচে ৫-২ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে।
ব্যাংকক থেকে বাংলাদেশের মালয়েশিয়ান কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তি জাগো নিউজকে জানিয়েছেন, ‘আমরা এখানে এসেছিল এশিয়ান গেমসে যোগ্যতা অর্জন করতে। মঙ্গলবার আমরা জিতলে এশিয়ান গেমসে উঠে যাবো। জয়ের জন্য আমরা অলআউট খেলবো। তবে ম্যাচটি আমাদের জন্য সহজ হবে না। কোরিয়ান কোচের অধীনে শ্রীলংকা দলটি অনেক উন্নতি করেছে। আমার ধারণা একটি প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ হবে।’
বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে হারায় তাহলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। ১২ মে সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচটি তখন হবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই।