ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জন্মদিনের কেক খাওয়া হলো না নুসরাতের
Published : Monday, 9 May, 2022 at 7:52 PM
জন্মদিনের কেক খাওয়া হলো না নুসরাতেরমায়ের সঙ্গে জন্মদিনের কেক কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নুসরাত (৯) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।  

রোববার সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তরের নন্দলালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নুসরাত স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত। তার বাবার নাম বিল্লাল হোসেন।

পরিবার জানায়, নুসরাতের জন্মদিন পালন করতে ছোট বোন ও তাকে নিয়ে মতলব বাজারে জন্মদিনের কেক কিনতে যান নুসরাতের মা। পরে অটোরিকশাযোগে বাড়ির সামনে নামেন তারা। এ সময় তার মা চালককে ভাড়া দেওয়ার সময় নুসরাত দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে চাঁদপুরগামী একটি প্রাইভেটকার এসে ধাক্কা দেয়।

এতে নুসরাত গুরুতর আহত হয়। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাইভেটকারচালক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, নন্দলালপুর এলাকায় অটোরিকশার পেছন থেকে হঠাৎ একটি মেয়ে দৌড় দিয়ে গাড়ির সামনে চলে আসে। মেয়েটিকে বাঁচাতে গিয়ে আমি গাড়ি রাস্তা থেকে নিচে নামিয়ে দিই। আরেকটু নিচের দিকে গেলে আমার মৃত্যু হতে পারত।

এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি মো. শাহজাহান কামাল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।