ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। সোমবার (৯ মে) ভোর ৬টার দিকে মহাসড়কের আটগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন-উপজেলার বাতিসা ইউনিয়নের আটগ্রামের আবদুল খালেকের ছেলে রিন্টু (৩০) ও বাতিসা গ্রামের মনা মিয়ার ছেলে রিপন (৩২)।
মিয়া বাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. কাউছার এ তথ্যটি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর ৬টার দিকে মহাসড়কের আটগ্রাম রাস্তার মাথা এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৭৭৯১) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় সড়কের পাশে থাকা রিন্টু, রিপন ও চৌধুরী মিয়া চাপা পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থা কুমিল্লা মেডিকেলে নেওয়ার পথে রিপনের মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান রিন্টু।
আহত চৌধুরী মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিয়া বাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাউছার বলেন, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় রিপন ও রিন্টু নামের দুজন মারা গেছেন বলে জানতে পেরেছি।