টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রস্তুতি নেওয়ার জন্য দারুণ সুযোগ ভারতের সামনে। সেপ্টেম্বরে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা ঘরের মাঠে খেলবে তিনটি টি-টোয়েন্টির সিরিজ।
অস্ট্রেলিয়ান গণমাধ্যম ফক্স স্পোর্টস-এর প্রতিবেদন বলছে, ‘জিম্বাবুয়ে, নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে ঘরে কয়েকটি সাদা বলের সিরিজ খেলার মাঝে সেপ্টেম্বরে ভারতে তিনটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া।’
অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। এই সিরিজ তাই ভারতের জন্য প্রস্তুতির ভালো সুযোগ। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে চার টেস্ট খেলতে ভারতে যাবে অজিরা। তার পাঁচ মাস আগে খেলবে টি-টোয়েন্টি সিরিজ।
ভারতের পরের খেলা ঘরের মাঠে, ৯ থেকে ১৯ জুন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তারপর আয়ারল্যান্ড সফরে দুটি টি-টোয়েন্টি খেলবে তারা।
রোহিত শর্মার নেতৃত্বে ভারত তারপর ইংল্যান্ডকে মোকাবিলা করবে করোনার কারণে স্থগিত থাকা পঞ্চম ও শেষ টেস্ট। এছাড়া একই দলের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডেও খেলবে তারা।