বলিউডের অনেক তারকাকে দক্ষিণের ছবিতে দেখা গেছে। আবারও অনেক দক্ষিণী তারকাকে বলিউডের ছবিতে দেখা গেছে। তবে এ তালিকায় নেই মহেশ বাবু। দক্ষিণী এ তারকা অভিনেতা বলিউডে কাজ করতে আগ্রহী নন। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘বলিউড আমাকে উপযুক্ত পারিশ্রমিক দিতে পারবে না, ধরে রাখতে পারবে না। তাই ওখানে গিয়ে আমিও আমার সময় নষ্ট করতে চাই না।’
মহেশ বাবু জানিয়েছেন, দক্ষিণী ছবিই তার ভালবাসা। এখানেই অন্তরের টান খুঁজে পান। অভিনেতা এই মুহূর্তে তার আসন্ন ছবি 'সরকারু ভারি পাটা' মুক্তির অপেক্ষায় রয়েছেন। পরশুরাম পেটলা পরিচালিত ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১২ মে।
মহেশ বাবু জানান, ‘আমি হিন্দি ছবি করার প্রস্তাব অনেক পেয়েছি, কিন্তু আমি মনে করি না তারা আমার ওজন বুঝতে পারবেন। আমি এমন ইন্ডাস্ট্রিতে কাজ করব কেন! স্টারডম এবং যে সম্মান দক্ষিণে পাই তা অনেক বড়, তাই আমি সত্যিই আমার জায়গা ছেড়ে অন্য কোনও ছবির দুনিয়ায় যাওয়ার কথা ভাবিনি। আমার লক্ষ্য অনেক বড়।’