ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইউক্রেনে ২৬ হাজার রুশ সেনা নিহত, দাবি কিয়েভের
Published : Tuesday, 10 May, 2022 at 2:01 PM
ইউক্রেনে ২৬ হাজার রুশ সেনা নিহত, দাবি কিয়েভেরসর্বশেষ ২৪ ঘণ্টায় ইউক্রেনে রাশিয়ার ৩৫০ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ মঙ্গলবার এক ফেসবুক বার্তায় জানায়, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করার পর থেকে এখন পর্যন্ত রাশিয়া প্রায় ২৬ হাজার সেনা হারিয়েছে।

যুদ্ধের ৭৭তম দিন পর্যন্ত রাশিয়া ১ হাজার ১৭০টি ট্যাংক, ২ হাজার ৮০৮টি সাঁজোয়া যান, ১৯৯টি উড়োজাহাজ এবং ১৫৮টি হেলিকপ্টার হারিয়েছে। যুদ্ধ চলমান থাকায় এই সংখ্যা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে বলেও জানিয়েছে  ইউক্রেন।
তবে ইউক্রেনের দাবির বিষয়ে রাশিয়া তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা স্বতন্ত্রভাবে রাশিয়ার দাবি যাচাই করতে পারেনি। সূত্র: আল জাজিরা