বার্সেলোনা ছেড়ে গত মৌসুমে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। নতুন দলে যোগ দেওয়ার পর থেকেই সময়টা কিছুতেই ভালো যাচ্ছে না তার। তারই ধারাবাহিকতায় এবার গড়ে ফেললেন দুর্ভাগ্যের অনন্য এক রেকর্ড। লিগের কয়েক ম্যাচ বাকি থাকতেই পিএসজি লিগ শিরোপা পুনরুদ্ধার করেছে। তবে কিছুতেই গোলের দেখা পাচ্ছেন না মেসি। সবশেষ ত্রঁয়ের বিপক্ষে ম্যাচ নিয়ে ৩ ম্যাচে গোল পাননি তিনি। লিগ ওয়ানেরর ১৫তম অবস্থানে থাকা ত্রঁয়ের বিপক্ষেও চেষ্টা করেছেন গোলের। তবে মেলেনি সাফল্য।
গত রোববার পিএসজি ফরোয়ার্ড প্রতিপক্ষের গোলমুখে দু’বার গোলের খুব কাছে চলে গিয়েছিলেন। তবে দু’বার তার পথ আগলে দাঁড়িয়েছে বারপোস্ট আর ক্রসবার। তাতেই গড়া হয়ে গেছে এক অনন্য রেকর্ড।
চলতি ফরাসি লিগ মৌসুমে এ নিয়ে ১০ বার বারপোস্ট আর ক্রসবারে মেসির শট প্রতিহত হলো। ২০০৬-০৭ মৌসুম থেকে খেলাধুলার পরিসংখ্যান রাখছে অপ্টা। তাদের হিসেবে সে সময় থেকে এখন পর্যন্ত কোনো খেলোয়াড়ই মেসির মতো এভাবে দুর্ভাগ্যের শিকার হননি।
এক মৌসুমে বারপোস্টে১০ বার শট লাগানোর এমন ইতিহাস মেসিরই প্রথম। দুর্ভাগ্যের হলেও রেকর্ড তো রেকর্ডই। এটাই হয়তো এখান থেকে পাওয়া একমাত্র সান্ত্বনা!