ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শতভাগ ফিট সাকিবকে চান ডমিঙ্গো
Published : Saturday, 14 May, 2022 at 12:00 AM
করোনামুক্ত হয়ে শুক্রবার সন্ধ্যায় দলের সঙ্গে যুক্ত হচ্ছেন সাকিব আল হাসান। তিন সপ্তাহ ধরে অনুশীলনের বাইরে থাকা এই অলরাউন্ডারের চট্টগ্রাম টেস্টে নামা বেশ কঠিন। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও ‘শতভাগ ফিট’ সাকিবকে চাচ্ছেন। আজ সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়ে গেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ।
সাকিব দলে না থাকলে সেরা কম্বিনেশন সাজানো কঠিন হয়ে যায়। একজন বাড়তি বোলার কিংবা বাড়তি ব্যাটার নেওয়ার সুযোগ হাতছাড়া করতে হয়। ফলে যেকোনও মূল্যে সাকিবকে পেতে চাইবে টিম ম্যানেজমেন্ট। কিন্তু প্রায় তিন সপ্তাহের বেশি সময় ক্রিকেটের বাইরে থাকা এবং মাত্রই করোনামুক্ত হওয়া একজন ক্রিকেটারের জন্য টেস্ট ম্যাচে মাঠে নামা বেশ কঠিন। এই কারণেই পুরোপুরি ফিট সাকিবকে নিয়েই মাঠে নামতে চান ডমিঙ্গো।
দলের প্রধান কোচের কথা অনুযায়ী চট্টগ্রামে সাকিবের খেলা হচ্ছে না, এটা প্রায় নিশ্চিত, ‘নিশ্চিতভাবেই তার ফিটনেস পরীক্ষা করতে হবে। কোভিড থেকে সেরে উঠেছে মাত্র এবং খুব বেশি ক্রিকেট কিন্তু খেলেনি। ও অবশ্যই আমাদের জন্য বড় খেলোয়াড় যে দলের ভারসাম্য নিয়ে আসে। তাকে আগামীকাল (শনিবার) আমরা দেখবো। দুই তিন-সপ্তাহেরও বেশি সময় হয়ে গেছে ও (সাকিব) ব্যাটিং বা বোলিং কিছু করেনি। হঠাৎ করে এসে পাঁচ দিনের টেস্ট ম্যাচ খেলা কঠিন এবং পারিপার্শ্বিক অনেক কিছু চিন্তা করতে হবে।’


ডমিঙ্গো আরও যোগ করে বলেছেন, ‘যেকোনও দিনে যে কেউ ফুল ফিট সাকিবকে তার দলে পেতে চাইবে। ৫০ বা ৬০ ভাগ ফিট একজন খেলোয়াড়কে টেস্ট ম্যাচ খেলানো কঠিন। পারফর্ম করার সুযোগ দেওয়ার জন্য একজন খেলোয়াড়কে পুরোপুরি ফিট হতে হবে।’

আজ সন্ধ্যায় দলের সঙ্গে যুক্ত হবেন সাকিব। এরপর ফিটনেস টেস্টের মাধ্যমে অনুশীলনে নামবেন। ফিটনেস টেস্টে ৬০-৭০ ভাগ ফিট সাকিবকে পাওয়া গেলে চট্টগ্রাম টেস্টে খেলার সম্ভাবনা থাকবে কি? ডমিঙ্গোর স্পষ্ট জবাব, ‘এটা খুব ট্রিকি। টেস্ট ক্রিকেট কঠিন। খেলা এবং অনুশীলনের মধ্যে না থেকে হুট করে এসে খেলা আরও কঠিন। এর ওপরে কোভিড থেকে সেরে উঠেছে। আমারও কোভিড হয়েছিল। আমি জানি কতটা খারাপ অভিজ্ঞতা হয় এবং শরীরে শক্তি পাওয়া যায় না। এটা টি-টোয়েন্টি বা ওয়ানডে ম্যাচ নয়।’
টেস্ট ক্রিকেটের কঠিন পরিস্থিতি উল্লেখ করে ডমিঙ্গো বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে ৬ ঘণ্টা মাঠে থাকতে হয়। অনেক সময় পুরো পাঁচ দিনই। এসব বিষয় অবশ্যই বিবেচনায় আনতে হবে। অবশ্যই আমরা তাকে পেতে চাই। সর্বকালের অন্যতম সেরা একজন ক্রিকেটার সে। কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে সে যেন তার পারফর্ম করার সব সুযোগ পায়। আমাদের দেওয়া ভূমিকায় সে যেন পারফর্ম করতে পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।’
সঙ্গে যোগ করেছেন, ‘একদিনে তাকে অন্তত ১৫ ওভার বোলিং করতে হবে। ব্যাটিংয়ে টপ সিক্স বা সেভেনে ব্যাটিং করতে হবে এবং তিনবার চার ঘণ্টা ব্যাটিং করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। কোভিড থেকে সেরে ওঠার পর শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হওয়া কঠিন। আমাদের এসব বিবেচনায় আনতে হবে।’
ডমিঙ্গো পুরো ফিট সাকিবকে চাইলেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন খেলার সিদ্ধান্তটি বাঁহাতি অলরাউন্ডেরর কোর্টে ঠেলে দিয়েছেন। তার মতে, সাকিব খেলতে চাইলে তাদের আপত্তি নেই।