ঢাকার রাশিয়ান হাউসের সহায়তায় বাংলাদেশের সংগীতশিল্পী মৌসুমী আক্তার শ্রাবণী এবং গায়ক মো. আলাউদ্দিন মস্কোর অমর রেজিমেন্ট আন্তর্জাতিক মঞ্চে এক কনসার্টে গান পরিবেশন করেন। গত সোমবার (৯ মে) এ কনসার্টের আয়োজন করা হয়। গায়ক আলাউদ্দিন কুমিল্লার সন্তান। তার বাসা নগরীর ঠাকুরপাড়া এলাকায়।
বাংলাদেশের সংগীতশিল্পী ‘
Zvezda’ টিভি চ্যানেল এবং ‘
Izvestia’ তথ্য পোর্টালে সাক্ষাৎকার দিয়েছেন। রাশিয়ার রাজধানী মস্কোতে তাদের সংক্ষিপ্ত সফরে শহরটি ঘুরে দেখেছেন দুই শিল্পী।
কনসার্ট প্রোগ্রামে বাংলাদেশ, সার্বিয়া, ভারত, চীন, তুরস্ক, গ্রিস, স্পেনসহ মোট ৫৮টি দেশের সংগীতশিল্পীরা অংশ নিয়েছিলেন।