কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে চলছে মনোনয়ন সংগ্রহ
তানভীর দিপু
Published : Thursday, 12 May, 2022 at 1:59 PM, Update: 12.05.2022 2:13:20 PM
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে চলছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান। তৃতীয় মেয়াদের এই সিটি নির্বাচনে এপর্যন্ত নির্বাচনী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৬৮ জন প্রার্থী। এর মধ্যে মেয়র পদে ৪ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৩৪ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৩০ জন। স্বতন্ত্র মেয়র পদে বর্তমান মেয়র ও বিএনপি নেতা মনিরুল সাক্কু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন, কামরুল হাসান বাবুল এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মোঃ রাশেদুল ইসলাম। আগামীকাল ১৩ মে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণার পর মনোনয়নপত্র সংগ্রহ করবেন দলটির প্রার্থী। ১৭ মে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ সময়।