ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা নগরীতে বিজিবির গাড়িতে পাথর নিক্ষেপের অভিযোগ
Published : Wednesday, 11 May, 2022 at 12:42 PM
কুমিল্লা নগরীতে বিজিবির গাড়িতে পাথর নিক্ষেপের অভিযোগকুমিল্লা নগরীর শাসনগাছা রেলগেট এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গাড়িতে পাথর নিক্ষেপের অভিযোগ উঠেছে মাদককারবারিদের বিরুদ্ধে। মঙ্গলবার (১০ মে) দিবাগত রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, মাদককারবারিরা রেল লাইন থেকে বিজিবি গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এ সময় গাড়ি নিয়ে বিজিবি সদস্যরা রেল লাইনের পাশের মাক্স কোম্পানি অফিসে গিয়ে আশ্রয় নিলে ভেতরে প্রবেশ করেও গাড়ি ভাঙচুর করে। ক্যাম্পের ভেতরেও পাথর নিক্ষেপ করে। এতে বিজিবির একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশ।

থানার ওসি সহিদুর রহমান বলেন, ‘রাতেই ঘটনাস্থলে গেছি। তদন্ত করছি। বিস্তারিত তদন্তের পর বলা যাবে।’

মাক্স কোম্পানির নিরাপত্তা কর্মকর্তা আব্দুল মালেক ভূঁইয়া দাবি করেন, ‘আমাদের ক্যাম্পের ভেতরে বিজিবির গাড়ি প্রবেশ করলে বাইর থেকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা হয়েছে। লোকজন ভেতরে প্রবেশ করে বিজিবির গাড়ি ভাঙচুরও করেছে, এতটুকু আমরা দেখেছি। পরে ঘটনাস্থলে বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোতোয়ালি মডেল থানার ওসি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।’