ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুসিক নির্বাচনে মোতায়েন করা হবে এক প্লাটুন বিজিবি
Published : Tuesday, 10 May, 2022 at 6:02 PM
কুসিক নির্বাচনে মোতায়েন করা হবে এক প্লাটুন বিজিবিআসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন উপলক্ষে এক প্লাটুন বিজিবি মোতায়েন ও ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব প্রদান করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (১০ মে) নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগের পরিচালক ও যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচনি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ১৪ মে তেহেক এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। একই সাথে ১২ মে থেকে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও মোতায়েন করা হবে।

মঙ্গলবার নির্বাচন কমিশনের এক সবার এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিজ্ঞপতিতে আরও বলা হয়, নির্বাচনি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও সকল প্রকাশ শো-ডাউন বন্ধ করার জন্য স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে।

এতে আরও উল্লেখ করা হয়, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার জনিয়েছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৯ মে পর্যন্ত ২০৯টি মোটরসাইকেল আটক করে ৫ লক্ষ ৭৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে।