ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় নির্বাচনে ভাড়া দেওয়ার জন্য দেশি-বিদেশি অস্ত্রসহ আটক ২
Published : Tuesday, 10 May, 2022 at 5:06 PM
কুমিল্লায় নির্বাচনে ভাড়া দেওয়ার জন্য দেশি-বিদেশি অস্ত্রসহ আটক ২কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভাড়া দেওয়ার জন্য দেশি-বিদেশি অস্ত্র এনে জমিয়ে রাখার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (১০ মে) রাতে জেলার সদর দক্ষিণ থানার সোয়াগাজী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি এলজি (পাইপগান), একটি এলজি (শটগান), ৯ রাউন্ড পিস্তলের গুলি ও দুই রাউন্ড শটগানের গুলিসহ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার আসামিরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম থানার সাতবাড়ীয়া (দাতামা) গ্রামের মৃত ফারুক আহামেদের ছেলে কামরুল হাসান প্রকাশ রনি (৩১) ও একই গ্রামের হোসাইনের ছেলে সালমান প্রকাশ ওরফে পিচ্চি সালমান(২৫)।

কুমিল্লায় নির্বাচনে ভাড়া দেওয়ার জন্য দেশি-বিদেশি অস্ত্রসহ আটক ২র‍্যাব-১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, তারা এই অস্ত্রগুলো ভাড়া হিসেবেও দেয়। আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সহিংসতা সৃষ্টির লক্ষ্যে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ মজুত করেছে বলে তারা স্বীকার করেছে। এ ছাড়াও দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে তারা অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক ব্যবসা, চোরাকারবারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, চুক্তিভিত্তিক বিভিন্ন ধরনের অপকর্মসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। 

তিনি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।