মৃত্যুদণ্ড থেকে বাঁচতে ১৯ বছরের বেশি সময় পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি মোড়েলগঞ্জের বেলাল ফারাজীর। মঙ্গলবার (১০ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লা থেকে তাকে গ্রেফতারের তথ্য জানায় র্যাব-৬।
জানা যায়, ২০০৩ সালের ১৫ জুলাই বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ এলাকায় পূর্ব শত্রুতার জের হিসেবে বেলাল ফরাজী ও তার সহযোগীরা স্থানীয় জাফর জোয়াদ্দারকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে। এ বিষয়ে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে মোড়েলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিচারকাজ শেষে আদালত ২০১৪ সালের ২৬ জুন রায়ে মামলার আসামিদের মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেন। বিষয়টি নজরে এলে র্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি দল পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা চালায়। এর ধারাবাহিকতায় গত ৯ মে র্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উক্ত মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বেলাল ফরাজী কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকায় আত্মগোপনে রয়েছেন। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি ১০মে বিকাল সাড়ে ৩টায় কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে ও বেলাল ফরাজীকে গ্রেফতার করে।
আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, মৃত্যুদণ্ডের আদেশের পর নিজের নাম পরিবর্তন করে চট্টগ্রাম জেলার মীরেরসরাই থানা ও কুমিল্লার দাউদকান্দি থানা এলাকায় ১৯ বছরের অধিক সময় দুলাল মিস্ত্রি নামে আত্মগোপন করেছিলেন। গ্রেফতার আসামিকে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।