টালিউডের আলোচিত জুটি যশ ও নুসরাতের প্রেমকাহিনী নিয়ে কম আলোচনা হয়নি। সব বিতর্ক গায়ে মেখে কঠিন সময়ে টালিউড নায়িকার পাশে দাঁড়িয়েছেন তিনি।
ছেলের জন্মের পর আবারও পুরনো ছন্দে ফিরে এসেছেন নুসরাত। সম্প্রতি যশের সঙ্গে একটি শুটে ব্যাংকক গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে সমুদ্র সৈকতে বিকিনিতে ঝড় তোলেন নায়িকা।
মঙ্গলবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি কার্ড পোস্ট করেছেন নুসরাত। সেখানে ভালোবাসা নিয়ে কিছু কথা শেয়ার করেছেন এ অভিনেত্রী।
ভালোবাসার মানুষের বা কাছের মানুষের উদ্দেশে কিছু কথা লেখে তিনি। নুসরাত লিখেছেন, যারা তোমার জীবনে সঠিক ব্যক্তি তারা চাইবে তুমি উন্নতি কর। তাদের উপস্থিতিতে তুমি নিরাপদ অনুভব করবে। তারা তোমায় শান্তি দেবে। তারা কখনই তোমাকে ভালোবাসাহীন হতে দেবে না।
কার কাছ থেকে ভালোবাসা পাচ্ছেন না সেই আক্ষেপ অবশ্য প্রকাশ করেননি নুসরাত।
ঈদের দিন সবাই শুভেচ্ছা জানাতে গিয়ে অনুরাগীদের কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হয়েছিলেন নুসরাত। কিন্তু নেতিবাচকতাকে নিজের জীবনে জায়গা দেন না এই অভিনেত্রী। বরাবর পোশাক নিয়ে অনুরাগীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে।
তথ্যসূত্র: জিনিউজ।