ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মেয়র পদে আরো ১ জনসহ মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩২ জন
তানভীর দিপু:
Published : Tuesday, 10 May, 2022 at 6:24 PM, Update: 10.05.2022 9:42:55 PM
মেয়র পদে আরো ১ জনসহ মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩২ জনমেয়র পদে রিটানিং কর্মকর্তার কাছে থেকে মঙ্গলবার নির্বাচনী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মোঃ রাশেদুল ইসলাম। এর আগে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেন বিএনপি নেতা ও বর্তমান মেয়র মোঃ মনিরুল হক (সাক্কু) ও বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন(কায়সার)।
এদিকে  মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আরো ২৭ জন এবং সংরক্ষিত কাউন্সিলর(নারী) পদে মনোনয়নপত্র নিয়েছেন আরো ৪ জন। এ নিয়ে মোট ০৩ জন মেয়র পদে, সাধারন কাউন্সিলর পদে ১১৮ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ২৫ জন মনোয়নপত্র সংগ্রহ করেছেন। একজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
কুমিল্লা সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
১৭ মে পর্যন্ত সম্ভাব্য প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিতে পারবেন। ১৯ মে জেলা শিল্পকলা একাডেমিতে মনোনয়ন পত্র যাচাই বাছাই এবং ২৭ মে একই স্থানে প্রতীক বরাদ্দ করা হবে। ১৫ই কুমিল্লা সিটি নির্বাচনের ভোট গ্রহন।