কুমিল্লার চান্দিনায় সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ এর গুলিতে আহত দুই কর্মীর চিকিৎসার দায়িত্ব নিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
বুধবার (১১ মে) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মাহমুদুল হাসান জনি ও নাজমুল হাসান নাঈম নামের ওই দুই কর্মীকে দেখতে গিয়ে এ ঘোষণা দেন তিনি।
এসময় তাদের চিকিৎসার যাবতীয় খোঁজ খবর নিয়ে পরিবারের হাতে চিকিৎসা ব্যয় প্রদান করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা চিকিৎসক অধ্যাপক প্রাণ গোপাল দত্ত।
পরে তিনি চান্দিনায় এসে নেতা-কর্মী ও সাংবাদিকদের উপস্থিতিতে আহত জনি ও নাঈম এর সকল চিকিৎসা ব্যয় বহনের ঘোষণা দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগ সভাপতি শাহ্ সেলিম প্রধান, উপজেলা যুবলীগ নেতা মনির খন্দকার উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সোমবার (৯ মে) বিকাল ৪টায় চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ মমতাজ আহমেদ ভবন এ এইকই স্থানে কলেজ ছাত্রলীগ ও পৌর এলডিপি পাল্টাপাল্টি ঈদপুনর্মিলনী অনুষ্ঠানে গন্ডগোলের এক পর্যায়ে রেদোয়ান আহমেদ গাড়ির জানালা খুলে পরপর দুইটি গুলি করেন। এতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই কর্মী গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা কাজী আখলাকুর রহমান জুয়েল বাদী হয়ে ১৫জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় রেদোয়ান আহমেদসহ চারজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়।