Published : Wednesday, 11 May, 2022 at 3:38 PM, Update: 11.05.2022 4:14:09 PM
স্টাফ রিপোর্টার।। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশায় আবেদন ফরম সংগ্রহ করে তা জমা দিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আনজুম সুলতানা সীমা । বুধবার দুপুরে ঢাকার ধানমন্ডিস্থ আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়। বিকালের মধ্যেই তিনি আবেদন ফরম জমা দেন। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আনজুম সুলতানা সীমা নিজেই আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, কয়েকদিন ধরে কুমিল্লায় জোর গুঞ্জন রয়েছে আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দের সবুজ সঙ্কেত না পেলে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আনজুম সুলতানা সীমা মনোনয়নের আবেদন ফরম কিনবেন না। দুই দিন আগে ঢাকায় গেলেও মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে তিনি মনোনয়ন সংগ্রহ করলেন। দলীয়ভাবে না বললে তিনি ফরম সংগ্রহ করার কথা নয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আনজুম সুলতানা সীমা কুমিল্লা জেলা আওয়ামীলীগের বর্ষীয়ান নেতা প্রয়াত অধ্যক্ষ আফজল খানের মেয়ে। আফজল খান ছিলেন আওয়ামীলীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দু:সময়ের সারথী।