নোয়াখালীর কবিরহাটে ৬০ বছর বয়সী বাবা মহিন উদ্দিনকে পিটিয়ে হত্যা মামলায় মেয়েসহ জামাই-নাতিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে গাজীপুর জেলার জয়দেবপুর থানার সালনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে, ৩০ এপ্রিল সন্ধ্যায় কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের উত্তর সুন্দলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেফতাররা হলেন- মহিন উদ্দিনের মেয়ে ৩৭ বছর বয়সী শাহিনা আক্তার, তার স্বামী ৪০ বছরের মো. নূরনবী ওরফে সুমন ও তাদের ছেলে ১৮ বছরের মো. ইউছুফ ওরফে শামীম।
এদিন দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম।
তিনি জানান, জমি নিয়ে বিরোধের জেরে ৩০ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে বৃদ্ধ মহিন উদ্দিনকে পিটিয়ে হত্যা করেন মেয়ে, জামাই ও নাতি। এ ঘটনায় পরদিন সকালে চারজনের বিরুদ্ধে মামলা করেন নিহতের আরেক মেয়ে বিবি কুলসুম লাভলী। এরপর তারা পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের গাজীপুর থেকে গ্রেফতার করে কবিরহাট থানা পুলিশ। মামলার অপর আসামি মো. ইউসুফ নবী অন্তর পলাতক রয়েছেন।