ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় বেশি দামে তেল বিক্রি করায় তেল জব্দ, পূর্বের মূল্যে খুচরা দোকানীদের কাছে বিক্রি
তানভীর দিপু
Published : Thursday, 12 May, 2022 at 5:20 PM
কুমিল্লায় বেশি দামে তেল বিক্রি করায় তেল জব্দ, পূর্বের মূল্যে খুচরা দোকানীদের কাছে বিক্রিকুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের তদারকি অভিযানে বেশি দামে তেল বিক্রি করায় নগরীর চকবাজার এলাকা থেকে আট হাজার ৩৬৪ লিটার তেল উদ্ধার করে পূর্ব মূল্যে খুচরা দোকানীদের কাছে বিক্রি করে দেওয়া হয়। এসময় দু প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার নগরীর চকবাজার এলাকায় তেলের বাজারে ভোক্তা অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম এ তদারকি অভিযান পরিচালনা করেন।
এসময় বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে আগের দামে ক্রয় করে  মজুদ করে রাখা আট হাজার ৩৬৪ লিটার তেল উদ্ধার করে পূর্ব মূল্যে খুচরা দোকানীদের কাছে বিক্রি করে দেওয়া হয়। এছাড়াও সয়াবিন তেলের দাম তালিকায় লিখে না রেখে বেশি দামে বিক্রি করায় গন্ধেশ্বরী স্টোরকে পাঁচ হাজার টাকা এবং সাহা ট্রেডিংকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।  
অভিযানে কৃষি বিপণন অধিদপ্তরের জৈষ্ঠ্য কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, জেলা পুলিশ ও কুমিল্লা দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ সহযোগিতা করেন।কুমিল্লায় বেশি দামে তেল বিক্রি করায় তেল জব্দ, পূর্বের মূল্যে খুচরা দোকানীদের কাছে বিক্রি
ভোক্তা অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম বলেন, তেলের বাজার স্থিতিশীল রাখতে অভিযানে বেশি দামে বিক্রির অভিযোগে তাদের জরিমানা করা হয়েছে। তাদের নিকট থেকে জব্দকৃত তেল পূর্বের মূল্যে খুচরা দোকানদের নিকট বিক্রি করা হয় । জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
ছবিঃ নগরীর চকবাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করছেন ভোক্তা অধিদপ্তর।