করোনা ও করোনা সংশ্লিষ্ট কারণে যুক্তরাষ্ট্রে ১০ লাখ মানুষ মারা গেছে। বৃহস্পতিবার এ কথা জানিয়েছে হোয়াইট হাউজ।
একে ‘হৃদয়বিদারক মাইলফলক’ হিসেবে আখ্যা দিয়েছে জো বাইডেন। তিনি বলেন, প্রত্যেকটি মৃত্যুই অপূরণীয় ক্ষতি।
করোনায় এ পর্যন্ত যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি মানুষের প্রাণ গেছে। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে মৃত্যু সংখ্যা প্রায় সোয়া পাঁচ লাখ।
যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, করোনা ও করোনাজনিত কারণে প্রকৃত মৃত্যু সংখ্যা আরও বেশি। সংস্থাটি দাবি করছে, বিশ্বে করোনায় অন্তত দেড় কোটি মানুষের প্রাণ গেছে। সরকার ঘোষিত সংখ্যার চেয়ে যা দ্বিগুণ বেশি।
২০২০ সালের জানুয়ারিতে প্রথমবার যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত হয়। ৩৩ কোটি মানুষের দেশটিতে এ পর্যন্ত আট কোটি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।
সূত্র: বিবিসি