ঢাকাগামী ছেলেকে এগিয়ে দিতে এসে ট্রেনে কাটা পড়ে রশিদা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার ঠাকুরগাঁও রোড স্টেশনের প্লাটফর্মে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ওই বৃদ্ধার ছেলে রবিউল ইসলামকে ঢাকার যাওয়ার উদ্দেশ্যে এগিয়ে দিতে রোড রেলস্টেশনে আসেন। এ সময় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ছেলেকে উঠিয়ে দিতে তিনিও ট্রেনের উপরে উঠে পড়েন। ট্রেনটি নির্ধারিত সময় শেষে ছেড়ে দিলে দ্রুত রশিদা বেগম নামতে গিয়ে ট্রেনের লাইনে পড়ে গিয়ে কাটা পড়েন। ট্রেনটি চলে গেলে সাধারণ মানুষজন সেখানে ভিড় জমান। নিহত রশিদা বেগম সদর উপজেলার আকচা বকসের হাট এলাকার ইউসুব আলীর স্ত্রী।
ঠাকুরগাঁও রোড রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার অনুপ বসাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ও প্রয়োজনীয় নিয়ম ও আইন-কানুনের প্রেক্ষিতে যাবতীয় প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।