আড়াইওড়ায় গাড়ি ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ
Published : Sunday, 15 May, 2022 at 12:00 AM
কুমিল্লার আড়াইওড়ায় পূর্ব শত্রুতার জেরে গাড়ি ভাংচুরের ঘটনায় কোতয়ালী মডেল থানায় অভিযোগ করেছেন মোঃ ইমরান আহমেদ নামে এক ভুক্তভোগী। অভিযোগে তিনি জানান, পারিবারিক পুকুড়কে কেন্দ্র করে একই এলাকার মোঃ আনোয়ার হোসেন নামে এক ব্যাক্তির সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। এই ঘটনার জেরে গত ১৪ মে শনিবার দুপুরে ইমরান আহমেদের বাড়ির গ্যারেজে থাকা ব্যাক্তিগত প্রাইভেট কার হোন্ডা একর্ড ঢাকা মেট্রো ভ ১১০৭৪৬ গাড়ির সামনের গ্লাস ভাংচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেন অভিযুক্ত মোঃ আনোয়ার হোসেন। অভিযোগে ইমরান আহমেদ আরো জানান, অভিযুক্ত ব্যাক্তিকে গাড়ী ভাংচুরের বিষয়ে জিজ্ঞাসা করলে- সে ইমরান আহমেদকে হুমকি-ধমকি দেয়। এই ঘটানয় নিরাপত্তাহীনতা ভোগার কারণে কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগটির তদন্তে থাকা কোতয়ালী থানার উপ-পরিদর্শক আক্তার হোসেন জানান, তিনি অভিযোগের কপিটি হাতে পেয়েছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যাবস্থা নেয়া হচ্ছে।