ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
উপজেলা আ’লীগের উদ্যোগে
চৌদ্দগ্রামে মুজিবুল হক এমপির রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া
মজিবুর রহমান বাবলু
Published : Saturday, 14 May, 2022 at 8:25 PM
চৌদ্দগ্রামে মুজিবুল হক এমপির রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়াকুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের সংসদ সদস্য, সাবেক রেলপথ মন্ত্রী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুল হকের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারস্থ মুজিবুল হক এমপির কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, এনামুল হক খন্দকার, প্রফেসর মফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আবু তাহের, সাবেক জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহম্মেদ মিয়াজী, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার বাবু নন্দন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক নান্টু চন্দ্র দেবনাথ, সহ দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মজিবুর রহমান মিয়াজী, ধর্মবিষয়ক সম্পাদক তাজুল ইসলাম পাটোয়ারী, পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি একেএম সামছুদ্দিন, সাধারণ সম্পাদক আ ন ম মোখলেছুর রহমান নোমান, উপজেলা কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, উপজেলা আ’লীগের উপজেলা ছাত্রলীগ সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ, ১৩ ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও আ’লীগের অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। মিলাদ মাহফিল পরিচালনা করেন ছুপুয়া ছফরিয়া ফাযিল মাদরাসা মাওলানা শহীদ উল্যাহ। দোয়া পরিচালনা করেন চিওড়া আজগরিয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আনোয়ার উল্যাহ।
গত শুক্রবার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের অধিকাংশ মসজিদে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। তিনি গত কয়েকদিন ধরে শারিরীক অসুস্থ্যতাজনিত কারণে ঢাকা স্কয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। পারিবারিক ও আ’লীগ নেতৃবৃন্দ জানান, বর্তমানে তাঁর শারিরীক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে।