ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মেম্বার নির্বাচন করা হলো না এনামুল হকের!
Published : Sunday, 15 May, 2022 at 12:00 AM
চৌদ্দগ্রাম প্রতিনিধি: আগামী ১৫ জুন চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচন করার স্বপ্ন ছিলো মোঃ এনামুল হকের। কিন্তু সড়ক দুর্ঘটনায় তাঁর সে স্বপ্ন পুরণ হলো না। গতকাল শুক্রবার নির্বাচনী প্রস্তুতি একটি বৈঠক শেষে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাটিমী রাস্তার মাথায় সড়ক দুর্ঘটনায় এনামুল হক নিহত হন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। নিহত এনামুল চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের পূর্ব ডেকরা গ্রামের মৃত বলু মিয়ার পুত্র। শনিবার সকালে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাযায় আত্মীয় স্বজনসহ বিপুল সংখ্যক মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।